গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার
মাদারীপুরের ডাসারে পানিতে ডুবে সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। নিহত ওই বীর মুক্তিযোদ্ধার নাম সালাউদ্দিন মাতুব্বর (৭৬)।
বুধবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার কাজী ইউনিয়নের খান্দুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন খান্দুলি গ্রামের মমিন উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সালাউদ্দিন প্রতিদিনের মতো আজও বাড়ির পুকুরে দুপুরের দিকে গোসল করতে যান। পরে পুকুরে ডুবে মৃত্যু ঘটে। পরে আবদুল্লাহ মাতুব্বর নামের একজন গোসল করতে পুকুরে যান। তিনি পুকুরে লাশ ভাসতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাদের সহযোগিতায় পুকুর থেকে বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আব্দুল্লাহ মাতুব্বর বলেন, আমি গোসল করতে গিয়ে পুকুরে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। তখন আমি লোকজনকে ডাকলে তারা এলে তাদের সহযোগিতায় তাকে উদ্ধার করি। কিন্তু তিনি তখন জীবিত ছিলেন না।
ডাসার থানার (ওসি তদন্ত) মনজুরুল মোর্শেদ বলেন, সালাউদ্দিন মাতুব্বর নামের বীর মুক্তিযোদ্ধার পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
রাকিব হাসান/ওএফ