ধর্ষকদের হাতে স্ত্রীকে তুলে দেওয়ার ঘটনায় স্বামী গ্রেপ্তার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী গ্রামে স্বামীর উপস্থিতিতে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে। ওই ঘটনায় নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে তার স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে শনিবার রাতে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে গত বুধবার রাতে গণধর্ষণের শিকার হন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ওই গহবধূকে তার স্বামী বাবার বাড়ি যাওয়ার কথা বলে বুধবার রাতে বাড়ি থেকে নিয়ে বের হয়। পরে তাকে তার বাবার বাড়ি নিয়ে না গিয়ে সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী গ্রামের জনৈক মহুবরের বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই গৃহবধূর স্বামী প্রথমে তার সঙ্গে দৈহিক মেলামেলা করেন। পরে তার স্বামীর সহযোগিতায় অজ্ঞাত ৪/৫ জন তাকে রাতভর গণধর্ষণ করেন।
এরপর বৃহস্পতিবার সকালে একটি অটোযোগে ওই গৃহবধূকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে তাকে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ওই দিন বিকেলে ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করে।
হাতীবান্ধা থানা পুলিশের ওসি শাহা আলম জানান, এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণের শিকার ওই গহবধূ নিজে বাদী হয়ে তার স্বামীসহ ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ তার স্বামীসহ ২ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।
লালমনিরহাট পুলিশের সহকারী পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে সরেজমিন পরিদর্শন করেছেন।
নিয়াজ আহমেদ সিপন/এমএএস