পড়ানোর দায়িত্ব নিয়ে ছাত্রীকে ধর্ষণ, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
শরীয়তপুর সদরে পড়াশোনার দায়িত্ব নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় আব্দুর জব্বার ভূঁইয়া নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন।
গ্রেফতার আব্দুর জব্বার ভূঁইয়া সদর উপজেলার কান্দানী গ্রামের আবুল হোসেন ভূঁইয়ার ছেলে। আব্দুর জব্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হল ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী তিনি।
পুলিশ জানায়, অসচ্ছল পরিবারের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর পড়াশোনার খরচ চালানোর দায়িত্ব নেন আব্দুর জব্বার ভূঁইয়া। প্রতি মাসে ছাত্রীর জন্য পড়াশোনার খরচ পাঠাতেন। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। এক বছর আগে ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন বিয়ের আশ্বাস দিয়ে ছাত্রীকে ধর্ষণ করেন জব্বার। গত নভেম্বর মাসে ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাত করানো হয়। ১৪ মার্চ পুনরায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন তিনি।
এবার গর্ভপাত করানোর চেষ্টা করলে বিষয়টি স্কুলছাত্রী পরিবারকে জানায়। বুধবার আব্দুর জব্বারের বিরুদ্ধে মামলা করেন ছাত্রীর বাবা।
স্কুলছাত্রীর বাবা বলেন, আমি গরিব মানুষ। দিন আনি দিন খাই। মেয়ে পড়াশোনায় ভালো। এজন্য পড়াশোনার খরচ চালানোর দায়িত্ব নিয়েছিল জব্বার। কিন্তু এত বড় ক্ষতি করবে; বুঝতে পারিনি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জব্বারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ছাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সৈয়দ মেহেদ হাসান/এএম