মাদারীপুরে বাস দুর্ঘটনা : শেষ হলো উদ্ধার অভিযান
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় যাত্রীদের উদ্ধার অভিযান শেষ হয়েছে। রোববার (১৯ মার্চ) বিকেলে অভিযান কাজ শেষ হয় বলে জানান শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম।
উদ্ধার অভিযান শেষে ইউএনও বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে লাশ দাফনের জন্য ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। আর আহতদের ফ্রি চিকিৎসারসহ পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, শিবচরে নিহত ২০ জনের মধ্যে ১৭ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে ১৬ জনের মরদেহ বিকেলের মধ্যে আত্মীয়-স্বজনরা বুঝে নিয়েছেন। বাকিদের হস্তান্তর প্রক্রিয়া চলমান।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি সাহাবুদ্দিন খান, হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবা বিনতে সালমা, ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তারা।
রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে যায় বাসটি। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
রাকিব হাসান/আরকে