আনসার সদস্যের কোলে চেপে ভোট দিলেন বৃদ্ধা ছুপিয়া
বার্ধক্যজনিতসহ নানা রোগে আক্রান্ত ছুপিয়া খাতুন (৮১)। অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না। বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে নাগদহ ইউনিয়নের জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুত্রবধূর সঙ্গে ভ্যানে চেপে এসেছেন ছুপিয়া খাতুন।
সেখানে দায়িত্বরত অঙ্গীভূত নারী আনসার সদস্যের কোলে চেপে ইভিএম পদ্ধতিতে ভোট দেন তিনি। বৃদ্ধা ছুপিয়া খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নের জাহাপুর গ্রামের কালু মণ্ডলের মেয়ে।
সরেজমিনে দেখা যায়, তাকে দেখে দুইজন নারী আনসার সদস্য ফরিদা খাতুন ও তহমিনা সামনে এগিয়ে যান এবং বৃদ্ধা ছুপিয়া খাতুনকে কোলে করে ভোট কক্ষের মধ্যে প্রবেশ করেন। সেখানে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেন এই বৃদ্ধা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) নাগদহ ইউনিয়নের জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ছুপিয়া খাতুনের মতো ভোট দিতে এসেছেন আরও অনেকেই।
কোলে চড়ে ভোট দিয়ে বৃদ্ধা ছুপিয়া খাতুন বলেন, এই প্রথম ইভিএমে ভোট দিলাম। খুব ভালো লাগছে। আল্লাহ আর কতদিন বাঁচাবে জানি না, মনে হয় এটাই জীবনের শেষ ভোট দিয়ে গেলাম। আমার মনের ইচ্ছা পুত্রবধূকে জানিয়েছিলাম। সে ভ্যানে করে নিয়ে এসে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে।
তার পুত্রবধূ সাদিয়া খাতুন ঢাকা পোস্টকে বলেন, আমার শাশুড়ি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিতসহ বিভিন্ন রোগে অসুস্থ। বয়সের ভারে হাঁটতেও পারেন না। ভোটের আগে চারিদিকে মাইকে প্রচার-প্রচারণা শুনতে পেয়ে ভোট দেবার ইচ্ছা পোষণ করে। আমরাও মায়ের কথায় সম্মতি জানিয়ে ভোট দিতে নিয়ে এসেছি। আনসার সদস্যরা তাকে কোলে করে বুথে নিয়েছেন। এখানে দায়িত্বরা সব ধরণের সহযোগিতায় পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি।
আলমডাঙ্গা শাখার অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার ও জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে বলেন, অসুস্থ ও বয়স্কদের আগে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। বৃদ্ধা ছুপিয়া খাতুন দায়িত্বরত অঙ্গীভূত নারী আনসার সদস্যের কোলে চড়ে কক্ষে ঢুকে আমাদের সহযোগিতায় নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারদের সংখ্যা বেশি দেখা যাচ্ছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গায় এসেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান। তিনি আজ অনুষ্ঠিত জীবননগর ইউনিয়নসমূহের ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ২টি ইউনিয়নে ১৮টি কেন্দ্রে এবং জীবননগর উপজেলার ৬টি ইউনিয়নে ৫৪টি ভোটকেন্দ্রের ২৬১টি ভোটকক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলছে।
আফজালুল হক/আরকে