আতশবাজি থেকে ইউএনও অফিসে আগুন
যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসের দোতলার ছাদে আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বুধবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আহসান ঢাকা পোস্টকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সন্ধ্যায় মণিরামপুর ইউএনও অফিস ভবনের দোতলার ছাদে আতশবাজি ফুটানোর আয়োজন করা হয়। একপর্যায়ে আতশবাজির ফুলকি পড়ে ছাদে রাখা কাগজপত্রে আগুন লেগে যায়। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় পুড়ে যাওয়া কাগজপত্রগুলো পরিত্যাক্ত বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, ঘটনার সময় আমি অফিসে ছিলাম না। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসকে জানিয়েছি। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জাহিদ হাসান/আরএআর