বাবার ওপর অভিমান, বান্দরবানে উপ-সহকারী মেডিকেল অফিসারের আত্মহত্যা
বান্দরবানের লামা উপজেলায় গজালিয়া ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার সাবরিনা তারান্নুম মেঘলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি লামা পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দা মো. শওকত ওসমানের মেয়ে ও সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষক মোস্তাফিজুর রহমানের স্ত্রী। মৃত মেঘলার একটি মেয়ে শিশু রয়েছে। শুক্রবার (১০ মার্চ) ৮টার দিকে শ্বশুর বাড়িতে তিনি আত্মহত্যা করেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে শুক্রবার সন্ধ্যায় বাবার বাড়িতে সাবরিনা তারান্নুম মেঘলার সাথে তার বাবা শওকত আলীর কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর মেঘলা অভিমান করে বমুবিলছড়িস্থ শ্বশুর বাড়িতে গিয়ে নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মেঘলাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মেঘলার লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আব্দুর রহিম/টিএম