পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর সাত্তারের ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ মার্চ) ভোর ৪টার দিকে অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন।
পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের মো. সাইফুলের ছেলে মো. হেলাল (২৪) ও বাবুপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রবিউল ইসলামকে (২৫) তিন মাস এবং বালু উত্তোলন সিন্ডিকেটের মূলহোতা একই উপজেলার উজিরপুর ইউনিয়নের মো. মোস্তফার ছেলে আজিজুল ইসলামকে (৪৫) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, অবৈধভাবে রাতের অন্ধকারে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তাদের দুইজনকে তিন মাস ও মূলহোতাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।
মো. জাহাঙ্গীর আলম/এমজেইউ