ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে ঋণের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছেলের লাঠির আঘাতে বাবা হান্নান মন্ডলের (৪৮) মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) সকালে উপজেলার সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, সকালে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে হান্নান মন্ডল ও তার স্ত্রীর মধ্যে ঋণের কিস্তির টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধে ছেলে মনিরুল ইসলামও জড়িয়ে পড়ে। একপর্যায়ে ছেলে মায়ের পক্ষ নিয়ে বাবাকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ইউপি সদস্য (মেম্বার) আলিম গাজী জানান, পারিবারিক কলহে হান্নান মন্ডল মারা গেছেন বলে শুনেছি।
নেপা ইউপি চেয়ারম্যান শামছুল আলম মৃধা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঋণের টাকা নিয়ে গোলমালের একপর্যায়ে ছেলের হাতে বাবার মৃত্যু হয়েছে।
মহেশপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা বিষয়টি খোঁজ-খবর নিচ্ছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে মর্গে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি।
আব্দুল্লাহ আল মামুন/আরকে