ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচালে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৬ মার্চ) রাত সোয়া ৯টার দিকে নাচোল উপজেলার জোনাকীপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার নিমতলা গ্রামের সাইদুর রহমানের ছেলে মো. সাকিব ওরফে কালু (২৫)। আহত দুই মোটরসাইকেল আরোহী হলেন গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর গ্রামের আয়েস উদ্দিনের ছেলে মো. সেলিম (২৫) ও একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. এন্তাজ আলী (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, তিন আরোহী মোটরসাইকেলে নেজামপুর থেকে নাচোল যাচ্ছিলেন। পথে নাচোল থেকে আমনুরাগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সাকিব ওরফে কালু ঘটনাস্থলেই নিহত হন। বাকি দুইজন গুরুতর আহত হলে ফায়ার সার্ভিস কর্মী ও নাচোল থানা পুলিশ তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
জানা গেছে, আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
নাচোল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিন্টু রহমান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মো. জাহাঙ্গীর আলম/জেডএস