২১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না তার
স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহম্মেদ বাঘাকে রায়ের ২১ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৮। শুক্রবার (৩ মার্চ) ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ এর মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
র্যাব জানায়, বরিশালের হিজলা উপজেলার লেমুয়া এলাকার মৃত রমিজ উদ্দিন বাঘার ছেলে আলী আহম্মেদ বাঘার সঙ্গে ২০০১ সালের ১৯ মার্চ একই উপজেলার হেলেনা ওরফে রোকেয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের ৭ মাসের ব্যবধানে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যান আলী। ২০০১ সালের ২ জানুয়ারি নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় বরিশালের আমলি আদালত আলী আহম্মেদ বাঘাকে মৃত্যুদণ্ড দেন।
হত্যা মামলা হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে পালিয়ে ছিলেন আলী আহম্মেদ বাঘা। কখনো শ্রমিক, কখনো দিনমজুর আবার ফেরিওয়ালার বেশেও ছিলেন। সর্বশেষ তিনি ভোলা সদর উপজেলায় ক্ষুদ্র ব্যবসা শুরু করেছিলেন।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর