নিখোঁজের ৫ দিন পর সেপটিক ট্যাংকে মিলল বৃদ্ধার মরদেহ
নিখোঁজের পাঁচ দিন পর সেপটিক ট্যাংক থেকে রওশন আরা বেগম নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফজলে করিম মেম্বার বাড়ির নিজ বসতঘরের টয়লেটের ট্যাংকের মধ্য থেকে মরদেহকে উদ্ধার করা হয়।
লালমোহন থানার এসআই মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি বৃদ্ধা রওশন আরা বসতঘর থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হওয়ার পর থেকে দিনভর খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে শুক্রবার তার ছেলে লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর আমরা বিভিন্নভাবে রওশন আরার খোঁজ চালিয়েছি। এরপর মঙ্গলবার বিকেলে বৃদ্ধার ছেলে ফোন করে জানান তাদের টয়লেটের ট্যাংকের মধ্যে একটি মরদেহ রয়েছে। মরদেহর দুর্গন্ধ পেয়ে টয়লেটের ভাঙা অংশে ঢেকে রাখা টিন উল্টে দেখেন ভেতরে রওশন আরার নিথর দেহ পড়ে আছে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, ওই মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। পুলিশ ব্যাপারটি খতিয়ে দেখছে।
আবদুল হান্নান/এফকে