বিএনপি নিজেরা মরতে চায় মানুষকেও মারতে চায়: নৌপরিবহন প্রতিমন্ত্রী
দেশের অর্থনৈতিক চাপের সুযোগকে কাজে লাগিয়ে বিএনপি ঝোপ বুঝে কোপ মারতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
তিনি বলেছেন, বিএনপি দেশের উন্নয়ন কর্মকাণ্ড থামিয়ে দিতে রাস্তা অবরোধ, পদযাত্রার মত কর্মসূচী দিয়ে সারাদেশে বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি করে সরকারকে নামাতে চায়। আমাদের সাধারণ সম্পাদক বলেছেন- এটা পদযাত্রা নয়, এটা মরণ যাত্রা। তারা নিজেরাও মরতে চায় বাংলার মানুষকেও মারতে চায়।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং-নাফানগর ইউনিয়নের পুলহাট মুড়িয়ালা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ২০০১ সালের নির্বাচনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানো হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। নারীদের চুল কেটে দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, আজকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হয়েছে। এই সোনার বাংলাকে ধরে রাখতে হবে। সে জন্যই এই পুলহাট মুড়িয়ালা উচ্চ বিদ্যালয়ের যে একাডেমিক ভবন আমি আজ উদ্বোধন করেছি সেখান থেকে আগামী দিনে সোনার মানুষ তৈরি করতে হবে। তাহলেই আমরা সোনার বাংলাকে ধরে রাখতে পারবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে সমাবেশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী এসএম শাহীনুর ইসলাম, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আহসান হাবিব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র নাথসহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।
ইমরান আলী সোহাগ/টিএম