মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে তিনজনকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল ১০ থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খান বলেন, উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করায় ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারায় দুই ড্রেজারের মালিক মহিউদ্দিন ও আব্দুল কাইয়ুমকে দেড় লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই এলাকায় বালু পরিবহন করায় এক বাল্ক হেডের মালিক রাসেলকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আনোয়ারুল হক/এসকেডি