গঙ্গা বিলাস এখন মোংলায়
বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে ভারতীয় মালিকানাধীন প্রমোদতরী এমভি গঙ্গা বিলাস। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে বিলাসবহুল পাঁচ তারকা মানের এই জাহাজটি।
এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী প্রমুখ জাহাজের পর্যটকদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের পরিচালক মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বিদেশি পর্যটকরা এই জাহাজের মাধ্যমে মোংলা বন্দর হয়ে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ এলাকা পরিদর্শন করবেন। পরে নৌপথে বরিশাল হয়ে মেঘনাঘাটে অবস্থান করে সোনারগাঁও ও ঢাকায় ভ্রমণ করবেন। পরবর্তীতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে কুড়িগ্রামের চিলমারী এবং রংপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করবেন গঙ্গা বিলাসের যাত্রীরা। পরে চিলমারী থেকে ভারতে প্রবেশ করবে পাঁচ তারকা মানের এই জাহাজটি।
মোহাম্মদ মিলন/এমজেইউ