স্বতন্ত্র প্রার্থী হিসেবে রেকর্ড গড়লেন হিরো আলম
বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু উপজেলা) ও বগুড়া-৬ (সদর উপজেলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে রেকর্ড গড়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। অতীতে বিভিন্ন দলের প্রার্থীরা একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বগুড়ায় কোনো স্বতন্ত্র প্রার্থী একই সঙ্গে দুই আসনে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুটি আসনে দাঁড়িয়ে তাই রেকর্ডই করে ফেললেন হিরো আলম।
আরও পড়ুন : জয় নিয়ে শতভাগ আশাবাদী হিরো আলম
গত বছরের ১০ ডিসেম্বর দলীয় সিদ্ধান্তে বিএনপির সাংসদগণ পদত্যাগ করায় বগুড়ার দুটি আসন শূন্য হয়ে পড়ে। এই শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকেই আলোচিত হয়ে আসছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
প্রথমে জাতীয় পার্টির মনোনয়ন পেতে চেষ্টা করেন হিরো আলম। পরে চেষ্টা করেন আওয়ামী লীগ থেকে পেতে। কোনো দল থেকে না পেয়ে অবশেষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি।
বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন বগুড়া রিটানিং অফিসারের কাছে। যাচাই বাছাই শেষে হিরো আলমের দুটি আসনেরই মনোন্নয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।
হিরো আলম উচ্চ আদালতে আপিল করেন। সেই আপিলে মনোনয়ন বৈধতার রায় পান তিনি। এরপর একতারা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমে পড়েন তিনি।
আরও পড়ুন : হিরোগিরি কি থামাতে হবে?
বগুড়া-৬ (সদর উপজেলা) আসনে হিরো আলম সরকারদলীয় প্রার্থীসহ ১০ জন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বগুড়া-৪ (নন্দীগ্রাম -কাহালু উপজেলা) আসনে মহাজোটের জাসদ প্রার্থীসহ ৮ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হিরো আলম এর আগে একবার ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য পদে নির্বাচন করেছিলেন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নিবাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করেন তিনি।
আজ উপনির্বাচনে ভোট প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের হিরো আলম বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর আছে। কাহালু-নন্দীগ্রামে খোঁজ নিয়েছি, আমার অবস্থান ভালো আছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারও বাড়বে। বগুড়া-৬ আসনে গোলমালের আশঙ্কা করেছিলাম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি। এর আগে ফজর নামাজে বিজয়ী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।
আরও পড়ুন : চলছে বগুড়া উপনির্বাচন, ভোট দিলেন হিরো আলম
বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক ইতিহাস লেখক আব্দুর রহিম বগরা জানান, স্বাধীনতার পর বগুড়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে কখনো কেউ হিরো আলমের মতো দুটি আসনে নির্বাচন করেনি। একমাত্র হিরো আলম ২ আসনে ভোট করে ইতিহাস তৈরি করলেন। আওয়ামী লীগ ও বিএনপির প্রধানগণ একাধিক আসনে নির্বাচন করার ইতিহাস আছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুটি আসনে ভোট করার ইতিহাস ছিল না।
হিরো আলমের সেই নতুন ইতিহাস গড়া নির্বাচনে ভোটগ্রহণ সকাল থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। তবে ভোটার উপস্থিতি কম। ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে বগুড়া প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
আলমগীর হোসেন/আরকে