এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই : নিতাই রায়
বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশে লুটপাটের মহোৎসব চলছে। আমাদের শ্রমিক ভাইয়েরা বিদেশে কষ্ট করে দেশে টাকা পাঠায়, আর লুটেরারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ নানা উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে সরকার। এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। বিএনপির নেতৃত্বে জনগণই এই সরকারকে ক্ষমতা থেকে নামাবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, বিএনপি গণতন্ত্র ও আন্দোলনমুখী দল। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে। সেই লক্ষে সারা বাংলাদেশে বিএনপি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আগামী ৪ ফেব্রুয়ারি ১০ দফা দাবিতে খুলনাসহ সারাদেশের প্রতিটি বিভাগে মহাসমাবেশ হবে। এই সমাবেশ বানচাল করতে ক্ষমতাসীনরা নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে নেতাকর্মীদের সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হীরু, হাফিজুর রহমান হাফিজ, বিএনপি নেতা শরিফুল কালাম কারীম, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল ইসলাম শান্ত, কৃষক দলের নেতা আওছাফুদ্দৌলা জুয়েল, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ প্রমুখ।
মোহাম্মদ মিলন/আরএআর