লঞ্চের ধাক্কায় নৌকা চুরমার, জেলে নিহত
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরশেফালী লঞ্চঘাটে এমভি প্রিন্স অব রাসেল-৫ লঞ্চের ধাক্কায় বাকী উল্লাহ নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক জেলে নিখোঁজ রয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুল কালাম মোল্লা। তিনি জানান, নৌ দুর্ঘটনার পর বিকেল সাড়ে ৪টার দিকে কালাবদর নদী থেকে ভাসমান অবস্থায় নিহত জেলে বাকী উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর জেলে বারেক সিকদারের সন্ধান চলছে। এদের দুজনের বাড়ি হিজলা উপজেলার বরজালিয়া ইউনিয়নে।
এদিকে দুর্ঘটনার পর এমভি প্রিন্স অব রাসেল-৫ লঞ্চে ভাঙচুর চালান স্থানীয় জেলেরা। লঞ্চের সুপারভাইজার মো. সাইদুর রহমান অভিযোগ করে বলেন, ভোরে প্রচণ্ড কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা থেকে বাঁচতেই নিকটস্থ চরশেফালী ঘাটে লঞ্চ ভেড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময়ে কয়েকটি নৌকায় ধাক্কা লাগে। এতে দুইজন জেলে নিখোঁজ হন এবং কয়েকটি নৌকা ডুবে যায় বলে জেনেছি।
সাইদুর রহমান বলেন, ঘটনার পরপরই জেলেরা লঞ্চে উঠে স্টাফদের মারধর করেন। লঞ্চে ভাঙচুর চালান। আমাকে লঞ্চ থেকে নামিয়ে মারধর করেন। শেষে পুলিশে খবর দিলে তারা এসে আমাদের উদ্ধার করে।
মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, নৌ দুর্ঘটনায় নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় পাঁচটি নৌকা ভেঙে ডুবে যায়। লঞ্চ আমাদের হেফাজতে রয়েছে। যাত্রীদের বিকল্প নৌযানে গন্তব্যে পাঠানো হয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর