কাশিমপুর কারাগারে এক আসামির ফাঁসি কার্যকর
গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে শুক্কুর (৩৯) নামের এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার (২২ জানুয়ারি) রাত ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়।
বিজ্ঞাপন
শুক্কুর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার লালনগর গ্রামের খায়ের উদ্দিনের ছেলে। কারাগারে তার কয়েদি নম্বর ৩৯৮০/এ।
তার বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ছিল। ওই মামলায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কুষ্টিয়ার রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে ২০১৮ সালের ১৬ আগস্ট তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়। গত ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্ট তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন।
বিজ্ঞাপন
কিন্তু রাষ্ট্রপতি আসামির প্রাণ ভিক্ষার আবেদন নামঞ্জুর করায় সব আইনি প্রক্রিয়া শেষে জেল কোড অনুসারে রোববার রাত ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়।
সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ফাঁসি কার্যকরকালে গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ফাঁসি কার্যকর করার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শিহাব খান/এমএ