ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, শিশুসহ আহত ৫
টাঙ্গাইলের ভূঞাপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশুসহ পাঁচজন।
বুধবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি এলাকায় তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে উপজেলার আহতেরিল্ল্যা এলাকার আলমগীরের স্ত্রী লাবনী (৩০) ও শিশু জান্নাতির পরিচয় পাওয়া গেছে। মারা যাওয়া অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লুৎফর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন থেকে জামালপুরের দিকে যাচ্ছিল একটি লোকাল ট্রেন। ফলদা এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় একটি অটোরিকশা ওই ট্রেনের সামনে পড়ে যায়। ট্রেনের ধাক্কায় এটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন এবং পরে হাসপাতালে এক শিশু মারা যায়। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
অভিজিৎ ঘোষ/আরকে