আইফোন কিনতে গিয়ে খোয়ালেন টাকা-মোটরসাইকেল
সাভারের আশুলিয়ায় অনলাইনে আইফোন বিক্রির বিজ্ঞাপন দিয়ে রাসেল মিয়া (২৫) নামে এক ক্রেতাকে আশুলিয়ায় ডেকে তার মোটরসাইকেল ও নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে প্রতারকরা। সোমবার (৯ জানুয়ারি) এ ব্যাপারে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রাসেল মিয়া।
এর আগে রোববার (৮ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া ইপিজেড সড়কের ইউনিক বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাসেল মিয়া গাজীপুরের শ্রীপুর থানার দক্ষিণ ভাংনাটি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি অনলাইনে বিজ্ঞাপন দেখে আইফোন ১১ প্রো-ম্যাক্স ফোন কেনার জন্য গাজীপুর থেকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডে এসেছিলেন। তবে বিজ্ঞাপনদাতাদের কোনো পরিচয় পাওয়া যায়নি।
অভিযোগ সূত্রে জানা যায়, বিক্রয় ডট কমে আইফোন বিক্রির বিজ্ঞাপন দেখে বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেন রাসেল মিয়া। বিজ্ঞাপনদাতার ঠিকানা অনুযায়ী আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডে আসলে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি মোবাইল দেখান এবং দামাদামি করে ৪০ হাজার টাকা নেন। পরে মোবাইল না দিয়ে তারা রাসেল মিয়ার কাছে থাকা সিম্ফোনি বাটন মোবাইল সেট ও লাল রংয়ের মোটরসাইকেল কেড়ে নেন। এ সময় বাধা দিলে ভুক্তভোগীকে চড়-থাপ্পড় দিয়ে পালিয়ে যান বিজ্ঞাপনদাতারা।
এ ব্যাপারে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দীন বলেন, এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাহিদুল মাহিদ/আরএআর