বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
খুলনার দৌলতপুর জংশন এলাকার ৮১ নম্বর গেটে একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দৌলতপুর থেকে খুলনায় একটি তেলবাহী ট্রেন আসছিল। দুপুর সোয়া ২টার দিকে খুলনা বিজিবি ক্যাম্পের রেললাইনে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
খুলনা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সুদেব বড়াল বলেন, এসকে টু ডাউন নামে একটি মালবাহী ট্রেন সৈয়দপুর থেকে খুলনার দিকে আসছিল। পথে ৮১ নম্বর গেট এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে সাময়িক রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে কিছুক্ষণের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।
মিলন/আরএআর