খাগড়াছড়িতে হাজারো বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান
বিশ্বের সকল মানুষের মধ্যে হিংসা ও হানাহানি বন্ধ এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষে বৌদ্ধ ভিক্ষুদের (ধর্মীয় গুরু) নিয়ে খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী পিণ্ডদান অনুষ্ঠিত হচ্ছে । শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদরের মধুপুরে ধর্মীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এতে যোগ দেন বিভিন্ন বিহারের অন্তত ১ হাজার ২০০ জন বৌদ্ধ ভিক্ষু। আয়োজন করা হয় দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান। এই পিণ্ডদান অনুষ্ঠানে হাজার হাজার বৌদ্ধ ধর্মালম্বী যোগ দেন। একসঙ্গে হাজারের অধিক ভিক্ষু সংঘকে পিণ্ডদান এটিই প্রথম।
হাজারেরও বেশি বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান অনুষ্ঠানের আয়োজক কমিটির মংনু মারমা বলেন, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া ও প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে এরকম আয়োজন প্রতিবছর অনুষ্ঠিত হলেও আমাদের এখানে এত বড় আয়োজনে পিণ্ডদান এই প্রথম। পিণ্ডদানের মাধ্যমে বৌদ্ধ ধর্মালম্বীরা পঞ্চধর্ম লাভ করে। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করবে বলে জানান আয়োজকরা।
মো. জাফর সবুজ/এমজেইউ