দুটি লাক্ষা মাছের দাম ৪৪ হাজার টাকা
বরগুনায় পাওয়া গেছে বিশার আকারের দুটি লাক্ষা মাছ। মাছ দুটির মোট ওজন ২২ কেজি, যার দাম হাঁকা হয়েছে ৪৪ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে বরগুনা পৌর মাছ বাজারে মাছ দুটি দেখতে পাওয়া যায়।
জানা যায়, বুধবার (২৮ ডিসেম্বর) রাতে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে মাছ দুটি ধরা পরে। পরে এগুলোকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখান থেকে বৃহস্পতিবার বিকেলে বরগুনা মাছ বাজারের খুচরা মৎস্য ব্যবসায়ী নান্টু মোল্লা নিলামের মাধ্যমে বিশাল সাইজের লাক্ষা দুটিকে কিনে নেয়। এরপর বিক্রির উদ্দেশে রাতে বরগুনা মাছ বাজারে নিয়ে আসে সে। মাছগুলো পেটিসহ ২ হাজার টাকা এবং পেটি ছাড়া প্রতি কেজি ১১ শত টাকা দরে বিক্রি করা হবে বলে জানান নান্টু মোল্লা।
এদিকে, বাজারে এত বড় মাছ আসার খবর পেয়ে মাছগুলোকে দেখতে ভীড় জমান উৎসুক জনতা। এদের মধ্যে আরিফুল ইসলাম, লতিফ, শানু নামে কয়েকজন বলেন, এ মাছকে আমরা তাউড়া মাছ হিসেবে চিনি। এর আগেও আমরা এ মাছ দেখেছি। তবে এত বড় সাইজের তাউরা (লাক্ষা) এই প্রথমবার দেখলাম। ইচ্ছে থাকা সত্ত্বেও এত দামে মাছ কিনে খাওয়া সম্ভব নয়।
মৎস্য বিক্রেতা নান্টু মোল্লা বলেন, পাথরঘাটার বিএফডিসি থেকে মাছগুলো আমি কিনে এনেছি। এর আগেও বিভিন্ন জাতের বড় মাছ এনেছি। এ মাছ দুটির মধ্যে একটির ওজন ১০ কেজি এবং অপরটির ওজন ১২ কেজি। আমি পেটিসহ প্রতি কেজি মাছের দাম ২ হাজার টাকা চেয়েছি। তবে ক্রেতারা পেটি ছাড়া নিলে কেজি প্রতি ১১ শত টাকায় নিতে পারবে।
খান নাঈম/এফকে