জাজিরার সবজি যাবে ইউরোপে

শরীয়তপুরের জাজিরায় উৎপাদিত নিরাপদ সবজি ও ফল ইউকে ও ইউরোপের বাজারে বাজারজাত করার লক্ষ্যে কৃষক, কৃষি উদ্যোক্তা, রপ্তানিকারকদের সঙ্গে রপ্তানি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মিরাশা চাষি বাজারে এ সেমিনার টি অনুষ্ঠিত হয়। শাণিত শরীয়তপুর বির্নিমানে পদ্মা সেতুকে কাজে লাগিয়ে কৃষিভিত্তিক অর্থনীতিতে ভিন্ন মাত্রা সংযোজনের লক্ষ্যে জাজিরা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কন্ট্রাক্ট ফার্মিং এই সেমিনার টি অনুষ্ঠিত হয়।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতলুবর রহমান, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোবারাক আলী সিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, জাজিরা পৌরসভার মেয়র মো. ইদ্রিস মাদবর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জামাল হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদার ও জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদারসহ রপ্তানিকারকগণ এবং রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় কৃষক-কৃষাণীগণ।
সেমিনারে বক্তব্য রাখেন সেন্ট্রাল প্যাক হাউজের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (রপ্তানি) জুয়েল রানা এবং বিএফভিএপিইএ'র সভাপতি এস.এম জাহাঙ্গীর হোসেন।
এসময় গ্লোবাল ট্রেড লিংক এর সিইও কাওসার আহম্মেদ রুবেল বলেন, পদ্মা সেতুকে কেন্দ্র করে সবজি ভাণ্ডার খ্যাত জাজিরা তথা শরীয়তপুরের সবজি ও ফল উত্তম। কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে যেন মান নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া সঠিকভাবে সর্টিং, গ্রেডিং এবং প্যাকেজিং মাধ্যমে তা রপ্তানি করা হবে।
কৃষক রাব্বি, ফয়সাল, হাসান সহ স্থানীয় কয়েকজন কৃষক দাবি করেন, কৃষকরা যেসব পণ্য রপ্তানি করবে তা কৃষি অফিস সার্বিক সহযোগিতা করবে। এছাড়া তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাওয়ার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, বঙ্গবন্ধুর মতো করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না এবং কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। বঙ্গবন্ধুর মতো করেই তার প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা চেষ্টা করে যাচ্ছি উন্নত কৃষির মাধ্যমে আমাদের সকল জমিগুলো চাষাবাদের আওতায় এনে এখানকার পণ্যগুলো এক্সপোর্ট করার মাধ্যমে কৃষিভিত্তিক দেশ গড়ার।
সৈয়দ মেহেদী হাসান/এমএএস