নড়াইলে দর্শক মাতালেন মুহিন
‘নড়াইল মানে একটি বাংলাদেশের নাম। আমাদের ক্যাপ্টেন মাশরাফি ভাইয়ের এলাকা। অনেক প্রাণবন্ত দর্শক এসেছে। আমার কাছে এটা স্মরণকালের অন্যরকম একটা প্রোগ্রাম হয়ে থাকবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।’
নড়াইলে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ যুগ পূর্তি মিলনমেলার প্রথম দিনে ক্লোজআপ ওয়ান তারকা মুহিন ঢাকা পোস্টকে এভাবেই নিজের অনুভূতির কথা জানাচ্ছিলেন।
শনিবার (২৪ ডিসেম্বর) নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরবের ৭২ বছর প্রতিষ্ঠার ৬ যুগ ও মিলনমেলার দুই দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের আয়োজন শেষ হয় মুহিনের কণ্ঠে ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’ গানের মাধ্যমে।
বালিকা উচ্চ বিদ্যালয়ের মহামিলন মেলায় প্রায় ৪ হাজার বর্তমান ও সাবেক শিক্ষার্থীর অংশগ্রহণ ও নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে।
ক্লোজআপ ওয়ান তারকা মুহিন বলেন, নিঃসন্দেহে পদ্মা সেতুর কারণে নড়াইল এখন ঢাকার খুবই কাছে। এখন আড়াই থেকে তিন ঘণ্টার মধ্যে নড়াইল পৌঁছানো যায়। যেখানে আগে ৬ থেকে সাড়ে ৬ ঘণ্টা পথ ঘুরে যাওয়া লাগত। ফেরিঘাটের ভোগান্তি তো ছিলই। পদ্মা সেতু করায় আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, বিশেষ করে মাশরাফি ভাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ নড়াইলের জন্য মাশরাফি ভাইয়ের অবদান অপরিসীম।
শরফুল আলম লিটুর উপস্থাপনায় শনিবার রাতে বালিকা বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ফরিদা পারভীন, দোলা ও মুহিনের গানের তালে তালে নেচে-গেয়ে নূর মোহাম্মদ স্টেডিয়ামের আলোর ঝলকানি যেন বহুগুণে বাড়িয়ে তোলেন।
নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আয়োজক কমিটির আহ্বায়ক মো. জাকির হোসেন সিকদার ঢাকা পোস্টকে বলেন, গৌরবের ৭২ বছরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। সবার সহযোগিতায় এমন একটা আয়োজন করতে পেরে আমি নড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞ। কয়েকটা প্রজন্ম একইসঙ্গে নিজেদের সঙ্গে ভাব বিনিময় করছে, এটা আমাদের শিক্ষকদের অনুপ্রাণিত করে। এমন একটা আয়োজন আমাদের বর্তমান শিক্ষার্থীদের মাঝে পড়াশোনায় আরও মনোযোগী করে ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে সহায়তা করবে।
প্রসঙ্গত, অনুষ্ঠানের দ্বিতীয় দিনে নানা আয়োজনের পাশাপাশি রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাড়তি চমক হিসেবে গান শোনাবেন ক্লোজআপ ওয়ান তারকা ঝিলিক ও জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীন।
সজিব রহমান/এসপি