সাভারে বাস-লেগুনার সংঘর্ষে প্রাণ গেল ৩ পোশাককর্মীর
সাভারে লেগুনা-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার কলমা আঞ্চলিক সড়কের কলমার ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ফজলুল করিম (৪০), নাসির (৪০) ও ফাহিম (২১)। তারা সবাই সাভারের আল-মুসলিম পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে সাভারের ওই এলাকায় লেগুনা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোট ৯ জন আহত হলে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।
এ বিষয়ে এনাম মেডিকেল কলেজের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন,আহত বাকিদেরও অবস্থা আশঙ্কাজনক। আমরা তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।
মাহিদুল মাহিদ/এমজেইউ