বগুড়া থেকে ৩৭৫ বস্তা সার জব্দ
বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে পাচারকালে ৩৭৫ বস্তা ডিএপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রওশন আলী নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে জব্দ করা সার প্রকাশ্য নিলামে বিক্রি করা হয় বলে জানিয়েছেন আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী।
তিনি বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে আদমদীঘি বাজারের খুচরা সার বিক্রেতা মেসার্স খন্দকার ট্রেডার্সের মালিক রওশন আলীর দোকান থেকে ট্রাকযোগে সার পাচার করার ঘটনা জানাজানি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রওশন আলীর দোকানের সামনে থেকে ট্রাকবোঝাই ৩৭৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সার বিক্রেতা রওশন আলীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং জব্দ করা সার ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।
আলমগীর হোসেন/এসপি