স্মার্ট শিশুদের নিয়ে তৈরি হবে স্মার্ট বাংলাদেশ : সচিব কল্লোল
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিশুরা ভূমিকা রাখবে। এদেশের শিশুদের চিন্তায় প্রধানমন্ত্রী অনেক বড় কাজ করছেন। এখন বৈশ্বিক মন্দা যাচ্ছে। তাই শিশুদের চাহিদা নিবারণের প্রতি লক্ষ্য রাখিতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, স্মার্ট শিশুদের নিয়ে তৈরি হবে স্মার্ট দেশ। আমরা এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।
রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মা ও শিশু সহায়তা কর্মসূচির অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিশুর স্বাস্থ্য সম্মৃদ্ধির জন্যে এই কর্মসূচি আমাদের বিনিয়োগ। আমরা শুধু টাকা নয়, প্রশিক্ষণও দিচ্ছি। মা-শিশুদের সুস্থ ও সুন্দরভাবে গড়ে তোলার জন্যে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। মা ও শিশুর সুফলের ব্যাপারে প্রচার-প্রচারণার দরকার আছে।
মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, শিশুদের উন্নয়নের জন্য আমরা কাজ করেছি। মা এবং শিশুদের কল্যাণে ১০ জন ছেলে এবং ২০ মেয়ে সপ্তাহে ২দিন প্রতি ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবে প্রশিক্ষণ নেয়। দেশত্মবোধক গান, কবিতা, আবৃত্তিসহ পাশাপাশি যৌতুক, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহের নেতিবাচক দিক সর্ম্পকে তাদের অবহিত করা হয়। প্রত্যেক ইউনিয়নের আমরা একটি স্কুলে এই কার্যক্রম পরিচালনা করে থাকি।
তিনি আরও বলেন, দেশের শিশুদের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার মা ও শিশু সহায়তা কর্মসূচি কার্যক্রম চালু করেছেন। মাতৃগর্ভ থেকে শুরু করে চার বছর বয়স পর্যন্ত শিশুর পুষ্টি চাহিদা পূরণ ও বুদ্ধিবৃত্তিক বিকাশের উদ্দেশ্যে সরকার এই কর্মসূচি গ্রহণ করে।
চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক (যুগ্ম সচিব) মনোয়ারা ইশরাত, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস প্রমুখ।
মা ও শিশু সহায়তা কর্মসূচির পরিচালক রুমিনার সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগ, সরকারি বিভিন্ন দফতর, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা ।
আনোয়ারুল হক/আরকে