ময়লার স্তূপ থেকে নবজাতক উদ্ধার
মাদারীপুর পৌরসভা এলাকার একটি ময়লার স্তূপ থেকে ফুটফুটে নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
বিজ্ঞাপন
রোববার (১৮ ডিসেম্বর) সকালে পথচারী ও স্থানীয়রা মিলে পৌরসভা এলাকার চায়ের দোকানের পাশে একটি ময়লার স্তূপ থেকে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নবজাতককে উদ্ধার করা সাথী আক্তার বলেন, আমি আমার বাসা থেকে পৌরসভা এলাকায় বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। পথে পৌর এলাকার একটি চায়ের দোকানের পাশে ডাস্টবিনে ময়লা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পাই। তখন আমিসহ কয়েকজন মিলে নবজাতকটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। পরে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠায়। বর্তমানে শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যায় আছে।
বিজ্ঞাপন
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শিশু চিকিৎসক ডা. নাইমা ফেরদৌস শান্তা বলেন, সকালের দিকে কিছু লোক নবজাতকটিকে ময়লা-গোবর কাদা-মাটি জড়ানো একটি কাপড় দিয়ে পেঁচিয়ে হাসপাতালে নিয়ে আসে। আমরা শিশুটিকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করে নিয়েছি। শিশুটির চিকিৎসা চলছে। বর্তমানে সে সুস্থ আছে। নবজাতকের বয়স এক দিন হবে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ময়লার স্তূপে একটি নবজাতককে কে বা কারা রেখে গেছে বলে শুনেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
রাকিব হাসান/এসপি