গাছ থেকে পেয়ারা পাড়াকে কেন্দ্র করে মালিককে হত্যা
কুমিল্লায় গাছ থেকে পেয়ারা পাড়াকে কেন্দ্র করে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত নজরুল ইসলাম (৪৫) মজিদপুর গ্রামের বাসিন্দা।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, নিহত নজরুলের স্ত্রীর অভিযোগ, প্রতিবেশী মহিউদ্দিনের পরিবারের লোকজন প্রায়ই তাদের গাছের পেয়ারা পেড়ে নেন। এ নিয়ে তার স্বামী তাদের সতর্ক করেছিলেন। বিকেলে আসরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় নজরুলকে আটকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পেটান সিয়াম ও তার স্ত্রী শাহিনা। আশপাশের লোকজন নজরুলকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
আরিফ আজগর/এসপি