বিজয় দিবসে ফুটবল খেললেন প্রতিবন্ধীরা

মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিবন্ধীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা কোর্ট চত্বরে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার লাল ও সবুজ দল অংশগ্রহণ করে। প্রীতি ম্যাচে লাল দল ৩-২ গোলে সবুজ দলকে পরাজিত করে। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন লাল ফুটবল দলকে ২০ পিস সিরামিক প্লেট ও সবুজ দলকে ১৫ পিস সিরামিক প্লেট উপহার দেওয়া হয়। উপহার গ্রহণ করেন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রতন শেখ ও সাধারণ সম্পাদক মো. মুন্নাফ শেখ।
গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রতন শেখ বলেন, বিজয় দিবসের দিনে এমন একটি ব্যতিক্রমী আয়োজনের জন্য প্রথমেই উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। অনেকেই আমাদের মতো প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে করেন। কিন্তু আসলে আমরা ইচ্ছা করে তো প্রতিবন্ধী হয়নি। সৃষ্টিকর্তা আমাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন। আজ বিজয় দিবসের দিনে এমন একটি খেলা আয়োজনের মধ্যে দিয়ে আমরাও বিজয় উদযাপন করতে পেরে আনন্দিত।
এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলাটি পরিচালনায় ছিলেন গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, মো. সাজ্জাদ হোসেন, সদস্য মো. আলমগীর হোসেন।
মীর সামসুজ্জামান/আরএআর