দেড় বছর পর পুলিশের সহায়তায় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণ পেল পরিবার

হারিয়ে যাওয়ার দেড় বছর পর বুদ্ধিপ্রতিবন্ধী তরুণ মো. আলী হোসেনকে (২৩) পরিবারের কাছে হস্তান্তর করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে ৬ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে পরিবারের কাছে তুলে দেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ।
বুদ্ধিপ্রতিবন্ধী আলী হোসেন গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার পসেরকান্দি গ্রামের জাকির হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
ডিবি সূত্রে জানা যায়, বুদ্ধিপ্রতিবন্ধী আলী হোসেন চট্টগ্রামের পাহাড়তলী থেকে দেড় বছর আগে হারিয়ে যান। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন জাকির হোসেন। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি ছেলের।
এদিকে আলী গত ১০ ডিসেম্বর অপরিচিত একটি নম্বর থেকে বাবাকে মুঠোফোনে জানায় সে নোয়াখালীতে আছে। জাকির হোসেন বিষয়টি গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদকে জানান। তথ্য প্রযুক্তির সহযোগিতায় ওসি নাজিম উদ্দিন সোমবার রাতে ৬ ঘণ্টা অভিযান চালিয়ে জেলার জেলাখানা রোডের সামনে থেকে আলীকে উদ্ধার করেন।
বিজ্ঞাপন
আলী হোসেনের বাবা জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার সন্তানকে হারিয়ে আমি পাগলপ্রায় ছিলাম। তাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। ওসি নাজিম উদ্দিন স্যার আমার ছেলেকে উদ্ধার করে দিয়েছেন। আমি পুলিশের কাছে কৃতজ্ঞ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঢাকা পোস্টকে বলেন, মোবাইল ফোনের সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুদ্ধিপ্রতিবন্ধী আলীকে উদ্ধার করেছি। উদ্ধারের পর সে জানায়, সে এতদিন হিজড়াদের আশ্রয়ে ছিল। পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমি আনন্দিত।
হাসিব আল আমিন/এসপি