ওয়াজ মাহফিলে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ওয়াজ মাহফিলে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মানিক কাজি গ্রামে এ ঘটনা ঘটে।
রাশেদুল ইসলাম পার্শ্ববর্তী নাগেশ্বরী পৌরসভার ৫নং ওয়ার্ডের পাখির মোড় এলাকার আবুল কালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানিক কাজি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া নূরানী ও হাফেজিয়া মাদরাসার উদ্যোগে সোমবার (৫ ডিসেম্বর) ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ওয়াজ মাহফিলের সাউন্ড সিস্টেম ও ডেকোরেশনের কাজ নেয় পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার মামুন ডেকোরেটর হাউস নামের এক প্রতিষ্ঠান। রোববার রাত ৮টার দিকে ওয়াজ মাহফিলের ডেকোরেটিং ও আলোকসজ্জার কাজ করার জন্য বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রাশিদুল মারা যায়।
মামুন ডেকোরেটর হাউসের স্বত্বাধিকারী আল মামুন বলেন, নিহত রাশেদুল আমার চাচাতো ভাই। বিদ্যুতের সুইচ দেওয়ার সময় অসাবধানতাবশত তারের সঙ্গে জড়িয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মো. জুয়েল রানা/এমজেইউ