তালাবদ্ধ ঘরে মিললাে গৃহবধূর মরদেহ
শেরপুরের নকলায় তালাবদ্ধ ঘরে এক গৃহবধূর মরদেহ মিলেছে। দাম্পত্য কলহের জেরে স্বামীর হাতে ওই গৃহবধূর হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৪ ডিসেম্বর) ভোরে নকলা উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের জানকিপুর এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতের নাম শাহনাজ বেগম (৪০)। তিনি গাজীপুর জেলার শ্রীপুরের মজিবরের ছেলে রাসেলের স্ত্রী ও একই গ্রামের বিষু মিয়ার মেয়ে। স্থানীয়দের ধারণা শাহনাজকে তার স্বামী রাসেল হত্যা করে ঘর তালা দিয়ে পালিয়ে গেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত শাহনাজের জানকিপুর এলাকার মানিক মিয়ার সঙ্গে প্রায় ৯ বছর আগে প্রথম বিয়ে হয়েছিল। পরে প্রায় দুই বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর গাজীপুরে গার্মেন্টসে কাজ নেন শাহনাজ। শ্রীপুরের মজিবরের ছেলে রাসেলের বাড়িতে ভাড়া থাকার সময় তার সঙ্গে শাহনাজের দ্বিতীয় বিয়ে হয়।
ভোর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শোনা গেলেও আজ সকালে শাহনাজের ঘরের দরজায় তালা দেওয়া দেখে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি শুরু করেন। পরে সাড়া না পেয়ে তারা তালা ভেঙ্গে ভেতরে গিয়ে ওই নারীর রক্তাক্ত মরদেহ মেঝেতে পরে থাকতে দেখে। পরে স্বজনরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যপারে নকলা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাম্মদ হান্নান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, ধারণা করা হচ্ছে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার পর ভােরে এ ঘটনা ঘটে। আমাদের কাছে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে এ ব্যপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাঈদ আহমেদ সাবাব/আরকে