ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মুক্তির দিশারী বিডি এনিম্যাল হেলথ
প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে জীবনের জয়গানে মূল ভূমিকা পালন করছে বিডি এনিম্যাল হেলথ নামে একটি প্রতিষ্ঠান। জীবন নিয়ে হতাশায় পড়ে থাকা ১৪ জন শারীরিক প্রতিবন্ধী এখানে কাজ করছেন।
জানা গেছে, এখানে কাজ করা ১৪ জনের মধ্যে কেউ বাকপ্রতিবন্ধী, কেউবা বুদ্ধি। কেউ চলাফেরা করেন স্ট্রেচারে করে, কারও কারও একমাত্র বাহন হুইল চেয়ার। বিডি এনিম্যাল হেলথের ছোয়াঁয় আজ তারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সামনের সারির সৈনিক। নেতৃত্ব দিচ্ছে বিডি এনিম্যালের এগিয়ে যাওয়ায়।
ব্রাহ্মণবাড়িয়া সদরে ২০১৯ সালে বিডি এনিম্যাল হেলথ চালু হয়। কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে উড়শিউড়া এলাকায় নির্মিত এই প্রতিষ্ঠানটি ভিটামিন সমৃদ্ধ গবাদি পশুর খাদ্য উৎপাদনে জড়িত। প্রতিষ্ঠার পর থেকে এখানে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হয় কর্মক্ষম প্রতিবন্ধীদের। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় একাত্ম করাই প্রতিষ্ঠানের লক্ষ্য। শুরু থেকেই প্রতিবন্ধী কর্মীদের সঙ্গে প্রতিষ্ঠানটি একীভূত করে দেয় সুস্থ কর্মীদের। বিডি এনিম্যালের সেই প্রচেষ্টা বৃথা যায়নি।
কর্মীদের সময়ানুবর্তিতা, আন্তরিকতা, নিষ্ঠা ও চ্যালেঞ্জের কারণে যাত্রার মাত্র ৩ বছরে বিডি এনিম্যাল হেলথ আজ দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। যাত্রার তিন বছর পর আজ এই প্রতিষ্ঠানে কর্মরত ২৭ জন কর্মচারীর মাঝে ১৪ জনই প্রতিবন্ধী। প্রতিষ্ঠানটি ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলায় মানসম্পন্ন গবাদি পশুর খাদ্য সরবরাহ করে আসছে। এর পেছনের মূল কারিগর সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী।
সরেজমিনে পরিদর্শনকালে প্রতিবেদককে এমনটাই বলেছেন প্রতিষ্ঠানের কর্মী প্রতিবন্ধী সৌরভ হোসেন। সড়ক দুর্ঘটনায় এক পা হারিয়ে যখন পরিবারের বোঝা হয়ে উঠেছিলেন, জীবন থেকে পালানোর পথ খুঁজছিলেন, সেই সময় আশার আলো হয়ে আসে বিডি এনিম্যাল হেলথ।
সৌরভ বলেন, প্রতিষ্ঠানের প্রধান রাসেল স্যার ও প্রতিবন্ধীদের আলোকবর্তিকা মুন্না ভাইয়ের মহানুভবতায় আমরা কৃতজ্ঞ। এখানে চাকরির সুবাদে আমার মতো অনেক প্রতিবন্ধী জীবনে বেঁচে থাকার আনন্দ পেয়েছে। অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বিডি এনিম্যাল হেলথ আজ আমার মতো বহু প্রতিবন্ধীর মুক্তির দিশারী।
প্রতিষ্ঠানের প্রধান মো. রাসেল বলেন, এটি একটি প্রতিবন্ধীবান্ধব প্রতিষ্ঠান। প্রতিবন্ধীদের কর্মস্থানই আমার উদ্দেশ্য। আর এটি বিনির্মাণে আমাকে অনুপ্রাণিত করেছেন ড্রিম ফর ডিসএ্যাবিলিটিজের প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না।
মুন্নার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাসেল বলেন, এই প্রতিষ্ঠানে আমার মতো মুন্নাও একজন উদ্যোক্তা। তার সহযোগিতা ও প্রতিবন্ধীসহ সকল কর্মীর নিষ্ঠা ও পরিশ্রমের কারণে আজ দেশে বিডি এনিম্যাল হেলথ ব্র্যান্ডের নাম পেয়েছে। এই প্রতিষ্ঠানটি নিয়ে আমি গর্বিত।
ড্রিম ফর ডিসএ্যাবিলিটিজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিডি এনিম্যাল হেলথের পরিচালক হেদায়েতুল আজিজ মুন্না বলেন, আমি দীর্ঘ দিন ধরে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান করতে পেরে আমি আনন্দিত। মূলত প্রতিবন্ধীরা অবহেলা ও করুণার শিকার হয়ে থাকেন। তাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে আমিসহ আমাদের প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা গর্বিত।
বাহাদুর আলম/এসপি