খুলনার গণসমাবেশে আসার পথে হামলায় আহত বিএনপি কর্মীর মৃত্যু
বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে ট্রলারযোগে আসার পথে গত ২২ অক্টোবর দুর্বৃত্তদের হামলায় আহত শেখ সাজ্জাদুল ইসলাম জিকো (৩৫) মারা গেছেন। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
শেখ সাজ্জাদুল ইসলাম জিকো ফুলতলা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। শুক্রবার বাদ আসর পায়গ্রাম কসবা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই শিশু কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা ঢাকা পোস্টকে বলেন, গত ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে নদীপথে আসার সময়ে ট্রলারে হামলার শিকার হন ফুলতলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। ওই ট্রলারে শেখ সাজ্জাদুল ইসলাম জিকোও ছিলেন। তিনি হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মাথায় ১২টা সেলাই লেগেছিল। আহত নেতাকর্মীদের দেখতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীসহ আমরা হাসপাতালে গিয়েছিলাম। পরে কিছুটা সুস্থ হলে তিনি বাড়িতে আসেন। আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
এদিকে শেখ সাজ্জাদুল ইসলাম জিকোর জানাজায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বিএনপি নেতা অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, এস এ রহমান বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, আশরাফুল আলম নান্নু, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, বিএনপি নেতা শেখ লুৎফর রহমান, আনোয়ার হোসেন বাবু, বাবর আলী, মোল্যা মনিরুল ইসলাম প্রমুখ।
মোহাম্মদ মিলন/আরএআর