বরিশালের ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
চাকরিচ্যুত সার্ভেয়ার মোতালেব হোসেনের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসানসহ বরিশালের ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকঠিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে ঝালকঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয় উল্লাস চত্বরে সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক খলিলুর রহমান, বিন-ই আমিন, এইচএম সিজার, এম মনির হোসেন, গোলাম মাওলা শান্ত, মিজানুর রহমান, ইমাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতিবাজরা ডিজিটাল নিরাপত্তা আইনকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের দুর্নীতি ঢেকে রাখার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে দুর্নীতিবাজ সাবেক সার্ভেয়ার মোতালেব হোসেন ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসানসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছেন। দুর্নীতিবাজ সাবেক সার্ভেয়ারের মামলায় সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে সাংবাদিক এম আর কামরুল, রাশেদ খান মিঠু, খান হাসান, বশির হাওলাদার, সাইদুল ইসলাম, এস আর সোহেল, ইব্রাহিম খান শাকিল, গাজি আরিফুর রহমান, মো. আরিফুর রহমান, মশিউর রহমান, অহিদুল ইসলাম মিথুন, কামরুল ইসলাম, এসএম জসিম, মাওলানা গোলাম মোস্তফা খান মহিলা কলেজের অধ্যক্ষ শাহ আলম সরদার, সমাজকর্মী এফ এইচ রিভান, এনজিও কর্মী শাহনাজ পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ্যাংকর সিমেন্ট কোম্পানি থেকে অনিয়মের কারণে চাকরিচ্যুত সার্ভেয়ার মোতালেব হোসেনের জালিয়াতির ঘটনায় জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টে গত ১৪ নভেম্বর ‘সাবেক সার্ভেয়ার শত কোটি টাকার মালিক, দুদকে অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে আরও বেশ কয়েকটি নিউজ পোর্টাল ও স্থানীয় দৈনিকের প্রিন্ট সংস্করণে সংবাদটি প্রকাশিত হয়। এ ঘটনায় মোতালেবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেওয়া দম্পতি এবং ছয় সাংবাদিকসহ মোট আটজনের বিরুদ্ধে ২২ নভেম্বর বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য কোতোয়ালি মডেল থানাকে দায়িত্ব দেন।
মামলায় আসামি করা হয়েছে মোতালেব হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগকারী ইসমাত সায়লা ও তার স্বামী জাহিদ হোসেন সুরুজ মোল্লাকে। এছাড়াও বরিশাল থেকে প্রকাশিত একটি দৈনিকের স্টাফ রিপোর্টার শিকদার মাহাবুব, বিডি ক্রাইম টোয়েন্টিফোরের প্রকাশক ও সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল ক্রাইম ট্রেস পোর্টালের প্রকাশক ও সম্পাদক অনিক, বিএইচএস টিভি অনলাইন ডটকমের নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক সাব্বির, ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসান ও দৈনিক মতবাদের ফটো সাংবাদিক জহিরুল ইসলাম খান রাসেলকে আসামি করা হয়েছে।
আরএআর