‘যত বাধাই আসুক সমাবেশে যাব’

বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে মোটরসাইকেলের বহর নিয়ে সুনামগঞ্জের হাজারো নেতা-কর্মী সমাবেশ যোগ দিয়েছেন। পথে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে পুলিশের একটি দল তাদের বাধা দিলেও পরে ছেড়ে দিয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে আব্দুজ জহুর সেতু থেকে সিলেটের উদ্দ্যেশ্যে রওনা দেন নেতা-কর্মীরা। পথে তাদের সঙ্গে যোগ দেন আরও কয়েকটি উপজেলার নেতা-কর্মীরা। সুনামগঞ্জে ৩৬ ঘণ্টা পরিবহন ধর্মঘটের কারণে মোটরসাইকেল নিয়ে সমাবেশের এক দিন আগেই সিলেটে পৌঁছান তারা।
সুনামগঞ্জ জেলা যুবদলের আইন সম্পাদক তৌহিদ ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পাগলায় আমাদের একটি মোটরসাইকেল আটকে মামলা দিয়েছে পুলিশ। গোবিন্দগঞ্জ পয়েন্টেও পুলিশের একটি দল আমাদের বাধা দেয়। পরে হাজারো মোটরসাইকেলের চাপে তারা সরে যায়।
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দুলু মিয়া বলেন, পথে পথে বাধা দিয়েছে আমাদের। কিন্তু আমাদের কর্মী-সমর্থকদের উপস্থিতির সামনে পুলিশ টিকতে পারেনি। এই জনস্রোতকে কেউ ঠেকাতে পারবে না। আমরা সমাবেশে যাওয়ার জন্য বেরিয়েছি, যত বাধাই আসুক যাব।
জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফুল মিয়া বলেন, পথে পথে পুলিশের বাঁধা পেয়েছি। তাদের সঙ্গে ধাক্কাধাক্কি করে আমরা চলে এসেছি। বুকের তাজা রক্ত দিয়ে হলেও সমাবেশ সফল করবো আমরা।
এ বিষয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক ঢাকা পোস্টকে বলেন, আমরা কোনো দল বা মতকে বাধা দেইনি। তারা বিনা বাধায় সিলেট যাচ্ছে। ইতোমধ্যে ছাতক পেরিয়ে গেছে। আমরা শুধুমাত্র অবৈধ-কাগজবিহীন গাড়ি, হেলমেটবিহীন চালক ও তিনজন যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি।
প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর ১৯ নভেম্বর (শনিবার) সিলেটে গণসমাবেশের আয়োজন করেছে তারা। এটি বিএনপির ৭ম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থানীয় বিএনপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।
সোহানুর রহমান সোহান/আরএআর