হাসপাতালে সাপ নিয়ে হাজির আহত সাপুড়ে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খেলা দেখানোর সময় সাপের দংশনে আহত হয়েছেন সোহেল মণ্ডল (৪০) নামে এক সাপুড়ে। শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর সাপটি নিয়েই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন ওই সাপুড়ে। বিষধর সাপটিকে দেখতে জরুরি বিভাগে রোগী ও তাদের স্বজনদের ভিড় করতে দেখা যায়।
আহত সোহেল মণ্ডল ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আসাননগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি গ্রাম-গঞ্জে সাপ খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।
সোহেল মণ্ডল বলেন, বিকেলে তিন সাপুড়ে মিলে সাপ খেলা দেখাচ্ছিলাম। এ সময় বিষধর খৈয়া গোখরা আমার ডান হাতে দংশন করে। এরপরই আমার সহকর্মীরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। সাপটাকেও সঙ্গে করে নিয়ে আসি যেন চিকিৎসা নিতে সুবিধা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জুবাইদা জামান জয়া বলেন, সোহেল মণ্ডল শঙ্কামুক্ত কি না এখনই বলা যাচ্ছে না। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করেছি।
চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন ‘পানকৌড়ি’র প্রতিষ্ঠাতা ও স্কুলশিক্ষক বখতিয়ার হামিদ বলেন, সাপটির নাম খৈয়া গোখরা। ইংরেজিতে Spectacled Cobra বলা হয়। এটি বিষধর সাপের মধ্যে একটি।
আফজালুল হক/এসপি