এখনো হেঁটে সমাবেশে আসছেন বিএনপির নেতা-কর্মীরা
বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে এখনো হেঁটে ফরিদপুরে আসছেন বিএনপির নেতা-কর্মীরা। শনিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে আব্দুল আজিজ ইনস্টিটিউশনের মাঠের পশ্চিম পাশের মাটির রাস্তা দিয়ে শতাধিক নেতা-কর্মীদের আসতে দেখা যায়।
রাজবাড়ীর পাংশা উপজেলার হারেজ ফকিরের নেতৃত্বে এসেছেন শতাধিক নেতা-কর্মী। সমাবেশে আসা জয়নাল মোল্লা (৬৪) বলেন, আমরা আজ ভোরে রাজবাড়ীর পাংশা থেকে রওনা হয়েছি। কখনো অটোরিকশা বা ভ্যানে, কখনো হেঁটে এসেছি। আমাদেরকে প্রায় ১০ কিলোমিটারের বেশি পথ হাঁটতে হয়েছে। বাস বন্ধ থাকায় আমাদের এ দুর্ভোগে পড়তে হলো।
তারেক মাহমুদ (৩৬) নামের এক ব্যক্তি বলেন, সমাবেশ এখনও শুরু হয়নি। ভোরে বাড়ি থেকে না খেয়ে রওনা হয়েছি। এখানে সমাবেশ শুরুর আগেই পৌঁছাতে পারছি এতেই আমরা খুশি।
ফরিদপুর বিএনপির বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বেসরকারি বাস বন্ধ। সেই সঙ্গে দুদিন ধরে বিআরটিসিও বন্ধ। এত কিছু উপেক্ষা করেই আমরা আমাদের সমাবেশ সফল করব। তিন দিন আগে থেকেই নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসছেন। কোনো প্রতিবন্ধকতা নেতা-কর্মীদের আটকে রাখতে পারেনি।
শনিবার গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। সমাবেশে সভাপতিত্ব করবেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী।
জহির হোসেন/আরকে