ট্রাক্টরের ধাক্কায় ইউপি সদস্য নিহত
পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় বেলাল হোসেন (৬৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। রোববার (৬ নভেম্বর) সন্ধ্যায় জেলার আটোয়ারী মহাসড়কের ফুটকিবাড়ীর জিতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নের গাঞ্জাবাড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য বেলাল বাজার হতে অটোরিকশায় বাড়ি ফেরার পথে বিপরীত থেকে আসা একটি ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে বেলাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ইউপি সদস্যের মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।
এসকে দোয়েল/আরএআর