৪ দিন পর না ফেরার দেশে আহত আইনজীবী
বগুড়ায় দিনে-দুপুরে কুপিয়ে আহত করা শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারী চাঁন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চার দিন পর আজ শনিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুর হাসান বলেন, দুর্বৃত্তদের দায়ের কোপে আব্দুল বারী মাথায় গুরুতর আঘাত পান। হামলার পর থেকেই তিনি শজিমেকের আইসিইউতে ছিলেন। আজ শনিবার সকালে মারা যান তিনি। তার মরদেহ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, ১ নভেম্বর সকাল ১০টার দিকে বগুড়া শহরের চকফরিদ এলাকায় শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারীর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করেছেন তার স্ত্রী রুনা আক্তার।
আব্দুল বারী চাঁন ওই এলাকার মৃত কবেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করতেন।
বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা বলেন, হামলার ঘটনায় ওই দিন রাতে আব্দুল বারীর স্ত্রী রুনা আক্তার একটি মামলা করেছেন। হামলার কারণ হিসেবে জমি-জমার বিরোধকে উল্লেখ করেছেন তিনি। মামলায় পাঁচজনের নামসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। তবে হামলার চার দিন পার হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ১ নভেম্বর আব্দুল বারী আদালতে যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হন। বাসা থেকে প্রায় ৩০০ গজ যাওয়ার পর তিনজন তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আব্দুল বারীকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে মুমূর্ষু অবস্থায় আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।
আলমগীর হোসেন/এসপি