নৌকাবাইচ দেখতে মধুমতীর পাড়ে হাজারো মানুষের ঢল
ফরিদপুর ও মাগুরার মাঝ দিয়ে বয়ে চলা মধুমতী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ দেখতে মধুমতীর দুই পাড়ে হাজার হাজার মানুষের ঢল নামে।
মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, রাজবাড়ী ও ফরিদপুরসহ দূর-দূরান্তের ছোট-বড় ১৫টি নৌকা বাহারি সাজে সজ্জিত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হেমন্তের বিকেলে ঐতিহ্যবাহী ও মনোমুগ্ধকর এই নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন হাজার হাজার মানুষ। নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে বসে গ্রামীণ মেলা।
এ নৌকাবাইচ প্রতিযোগিতায় আয়োজক কমিটির সভাপতি ও মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নান প্রমুখ।
জহির হোসেন/এমজেইউ