ঠান্ডায় বিপাকে পড়েছেন সমাবেশস্থলে আসা নেতা-কর্মীরা
পরিবহন সংকটের কথা মাথায় রেখে আগেভাগে সমাবেশস্থলে এসে রাত্রিযাপন করছেন বিএনপি নেতাকর্মীরা। তবে কম্বল সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। একদিকে কম্বল সংকট অন্যদিকে মাটিতে ত্রিপল আর বস্তার ওপর শুয়ে-বসে নির্ঘুম রাত কাটছে তাদের। এতে ঠান্ডায় নাজেহাল অবস্থা তাদের।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে এ চিত্র দেখা গেছে। তবে সমাবেশস্থলের বাইরে কাউকে যেতে দেখা যায়নি। মাঝ রাতেও স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের।
উল্লেখ্য, সন্ধ্যা থেকে বরিশালে হালকা বাতাস ছিল। সন্ধ্যার পর থেকে কুয়াশা বাড়তে থাকে। রাত যত বাড়ছিল পাল্লা দিয়ে বাড়ছিল কুয়াশার পরিমাণও। রাতে নগরীর তাপমাত্রা ২২ ডিগ্রিতে নেমে আসে। যে কারণে শীত অনুভূত হচ্ছিল বেশি।
পরিবহন ধর্মঘটের ডাকার পর বিভাগের বিএনপির নেতা-কর্মীদের সমাবেশে যোগদানের জন্য উপযুক্ত সময় ছিল বৃহস্পতিবার। এই দিন কয়েক হাজার নেতাকর্মী বিভিন্ন পরিবহনে করে বঙ্গবন্ধু উদ্যানে এসে উপস্থিত হন। কিন্তু মাঝরাতে হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খোলা মাঠে বিপাকে পড়েন তারা।
আরও পড়ুন : সমাবেশস্থলেই রাত কাটছে হাজারো নেতা-কর্মীর
ভোলার বিএনপি কর্মী মোস্তফা বলেন, ভোলা থেকেই কয়েকশ মানুষ এখানে আছি। আমাদের উপজেলার নেতারা আমাদের খাওয়াচ্ছেন। ট্রলার ভাড়া দিয়েছেন। আর কিছু কম্বল দিয়েছেন। কিন্তু সেই কম্বল দিয়ে রাতের ঠান্ডা নিবারণ করা যাচ্ছে না।
কাউখালীর আরেক যুবদল কর্মী রাসেল আকন বলেন, আমাদের জন্য নেতারা পর্যাপ্ত কম্বলের ব্যবস্থা করেছেন। কিন্তু যত মানুষ সবাইকে কম্বল দেওয়া সম্ভব হয়নি। এতে অনেকেই কষ্ট করছেন।
আরও পড়ুন : ৪১টি ট্রলারে বরগুনা থেকে বরিশাল যাচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা
ছাত্রদলকর্মী রায়হান এসেছেন গলাচিপা থেকে। তিনি বলেন, আমরা উপজেলা থেকে এক সঙ্গে এক হাজারের বেশি মানুষ এসেছি। সবার ভাগে কম্বল পড়েনি। এখন শীতে কষ্ট করতে হচ্ছে।
একই চিত্র পুরো মাঠজুড়ে। অনেকেই ন্যূনতম যা পোশাক নিয়ে এসেছেন সেগুলো শরীরে জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আবার অনেকেই মাঝরাতে আত্মীয়-পরিচিতজনের সঙ্গে যোগাযোগ করেছেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে মহানগর বিএনপির সিনিয়র এক নেতা বলেন, সমাবেশে যারা আগে এসেছেন তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন মাঠের বাইরে না যান। কারণ পুলিশ বা সরকার দলের লোকজন হামলা-হয়রানি করতে পারে।
উল্লেখ্য, শনিবার (৫ নভেম্বর) বরিশাল বিভাগীয় গণসমাবেশ করার কথা রয়েছে বিএনপির। সে উপলক্ষে সার্বিক প্রস্তুতিও নিয়েছে দলটি।
সৈয়দ মেহেদী হাসান/এসকেডি