স্বামীর সম্মান ফিরে পেতে বিধবার সংবাদ সম্মেলন
প্রশাসনের চলতি যাচাই-বাছাইয়ের সময় বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধা স্বামীর সম্মান ফিরিয়ে দিয়ে বন্ধ মুক্তিযোদ্ধা ভাতা চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক বিধবা নারী। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে শহরের সুত্রাপুর মহল্লার আনোয়ারা বেগম এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে আনোয়ারা বেগম বলেন, আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা এ এস মাহমুদুল হাসান শাহেদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ৬নং সেক্টরে সাব-সেক্টর কমান্ডার ছিলেন। তার নামে মাসিক ভাতা নিয়মিত উত্তোলনের পর চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ হয়ে গেছে। এর ফলে ওই মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী সংসার জীবনে বিড়ম্বনায় পড়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান।
তিনি জানান, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ডেটাবেজে তার স্বামীর সব তথ্য সঠিক আছে। মুক্তিযোদ্ধা আইডি নং ০৫০১০১০২২৫, জাতীয় তালিকা নং ৫৫। তার জন্ম তারিখ ৩০.০৮.১৯৪২। জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ ও সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু কর্তৃক তার স্বামীর প্রকৃত মুক্তিযোদ্ধা প্রত্যয়নপত্র রয়েছে।
আনোয়ারা বেগম আরও জানান, তার স্বামী মুক্তিযোদ্ধা এ এস মাহমুদুল হাসান শাহেদ জেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
আলমগীর হোসেন/এমজেইউ