সরকার বরিশালেও জনস্রোত ঠেকাতে পারবে না : সেলিমা রহমান
বরিশাল বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে জেলা-উপজেলায় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে সব বাধা উপেক্ষা করে ৫ নভেম্বরের গণসমাবেশে নেতা-কর্মীদের উপস্থিতি অতীতের যেকোনো সময়ের রেকর্ড ভাঙবে বলে আশা বিএনপির বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির।
বুধবার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে শতাধিক নেতা-কর্মীকে নিয়ে বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
তিনি বলেন, পরিবহন মালিকদের আওয়ামী লীগ হাতিয়ারে পরিণত করে ৪ ও ৫ নভেম্বর বরিশালে যানবাহন চালানো থেকে বিরত রাখতে বলেছে। এই সরকার জনগণের মত প্রকাশের অধিকার কেড়ে নিতে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে যেভাবে ভেঙেচুরে হাতিয়ার করে নিয়েছে, সেভাবে বাস মালিক ও জাতীয় সকল সমিতিকে ব্যবহার করতে চাইছে। তাদের উদ্দেশ্য বরিশালের বিভাগীয় গণসমাবেশ বানচাল করা।
ইতোমধ্যে বরিশাল সদর, উজিরপুর, বাকেরগঞ্জ, ভোলায় নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় সরকারি দল ও স্থানীয় প্রশাসন নিরবচ্ছিন্ন দমন-পীড়নে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে। আর বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে এখন সেই নির্যাতন শতগুণ বাড়ানো হয়েছে।
সেলিমা রহমান অভিযোগ করে বলেন, গণসমাবেশ যেন সফল করতে না পারি সেজন্য প্রশাসন নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। রাস্তাঘাটে, মোড়ে মোড়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা চৌকি বসিয়ে সর্বাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। এর আগে খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুরের বিভাগীয় গণসমাবেশে নির্যাতন চালিয়েও জনস্রোত ঠেকাতে পারেনি। বরিশালেও উত্তাল জনস্রোতকে ঠেকাতে পারবে না।
দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের উদ্দেশে সেলিমা রহমান বলেন, সরকার পতনের যে আন্দোলন জনগণ শুরু করেছে, ৫ নভেম্বরের গণসমাবেশের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার কায়েম করে ভোটাধিকার আদায় করুন।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল বলেন, আজ বিএনপি গণতান্ত্রিকভাবে একটি সমাবেশ করার প্রস্তুতির সময়ে জেলা-উপজেলায় নেতা-কর্মীদের ওপর যেভাবে নির্যাতন চালাচ্ছে, যদি বিএনপির ক্ষমতায় থাকতো তখন আওয়ামী লীগ এমন গণসমাবেশ করতে গেলে কখনোই বাধা দিত না। বিএনপি বিশ্বাস করে জনগণের অধিকারে। ভোটাধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ জনগণকে ভুলে গেছে।
গণসমাবেশ প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারী বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ৫ নভেম্বরের গণসমাবেশ খালেদা জিয়া বা তারকে রহমানকে প্রধানমন্ত্রী বানানোর সমাবেশ নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সমাবেশ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আজকে মানুষের জনজীবন অতিষ্ঠ, দেশের অর্থনীতি বিপর্যস্ত, আজকে দেশে আইনের শাসন নেই, মানবাধিকার নেই, জনগণ ভোট দিতে পারছে না, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ৫ নভেম্বর বিএনপি এবং সকল শ্রেণিপেশার মানুষের গণসমাবেশ হবে।
তিনি বলেন, অন্যান্য বিভাগীয় শহরে সকল বাধা উপেক্ষা করে যেভাবে সমাবেশ সফল হয়েছে বরিশালেও ৫ নভেম্বর হবে গণজোয়ারের নগরী।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, জহির উদ্দিন স্বপন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নুসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর