এতিম শিশুদের মুখে হাসি ফুটাল রংধনু ব্লাড ডাইভার্স ক্লাব
কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ফাঐ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ছাত্র আছে মোট ২২০ জন। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে তাদের মুখে আহার তুলে দিয়েছে রংধনু ব্লাড ডাইভার্স ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির খাবার পেয়ে মুখে হাসি ফুটেছে এতিম শিশুদের।
এর আগে সকালে রংধনু ব্লাড ডাইভার্সের তিনজন স্বেচ্ছাসেবী নবাবপুর বাজার থেকে পণ্য কিনে নিয়ে আসেন এতিমখানায়। পরে সেসব পণ্য রান্নার জন্য প্রস্তুত করে দেন তারা। বাবুর্চিকে রান্নায় সহযোগিতা করেন। রান্না শেষ হলে জোহরের নামাজের পর সমবেত মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।
এতিমখানার পরিচালক মাওলানা মনির হোসেন ঢাকা পোস্টকে বলেন, রংধনু ব্লাড ডাইভার্স ক্লাব যে আয়োজনটি করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। ছোট ছোট এসব এতিম শিশুদের খাবার এবং মাদ্রাসার খরচ সামলাতে হিমশিম খেতে হয়। আজকের খাবারের আয়োজন করায় এতিম শিশুগুলো ভীষণ খুশি। আমি দোয়া করি রংধনু ব্লাড ডাইভার্স ক্লাব এবং ক্লাবটির প্রতিষ্ঠাতা জাপান প্রবাসী কেএম আমির হোসেন ভাইয়ের জন্য যেন তারা সবসময় এমন কার্যক্রম অব্যাহত রাখেন।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা বলেন, প্রতি মাসে একবার আমরা দেশের কোনো না কোনো এতিমখানায় খাবারের আয়োজন করে থাকি। এছাড়াও এতিম ছাত্রদের বিভিন্ন শিক্ষা সামগ্রীও দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা জাপান প্রবাসী কেএম আমির হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমি সংগঠনটি প্রথমে কুমিল্লায় রক্ত দানের মাধ্যমে শুরু করি। পরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত হই। কুমিল্লা থেকে শুরু করলেও রংধনু ব্লাড ডাইভার্সের কার্যক্রম এখন দেশব্যাপী। বিশেষ করে উত্তরবঙ্গের দারিদ্র্যপীড়িত মানুষকে জরুরি চিকিৎসা সহায়তা এবং আর্থিক সহায়তা প্রদান করছি।
তিনি আরও বলেন, রংধনু ব্লাড ডাইভার্সের স্বেচ্ছাসেবীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের কাজগুলো করে থাকেন। আমি জাপানে বসে তাদের দিক-নির্দেশনা দেই, তারা নিজেদের কর্মযজ্ঞের মাধ্যমে রংধনু ব্লাড ডাইভার্সকে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে। আমাদের স্বপ্ন দেশের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আপনারা দোয়া করবেন যেন আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি।
আরিফ আজগর/আরএআর