ভয়ে সরকার চোখে সর্ষে ফুল দেখছে : প্রিন্স
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি আওয়ামী লীগের সঙ্গে জনসমাগমের প্রতিযোগিতায় নয়, বরং ব্যর্থ, অযোগ্য, দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মরণপণ আন্দোলনে নেমেছে। তাদের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, হবেও না।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের লক্ষ্মীকূড়ায় বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রবি শষ্যের বীজ প্রদান উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুরে একই স্থানে ভূবনকুড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সমাবেশে অংশ নেন প্রিন্স। এদিন ক্ষতিগ্রস্ত ১৫০ জন কৃষকের মাঝে রবিশস্যের বীজ দেওয়া হয়।
এ সময় এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ২০১৪ ও ১৮ এর মতো আওয়ামী লীগের অধীনে পাতানো-সাজানো নজিরবিহীন নির্বাচনের স্বপ্ন দেখলে তা হবে দুঃস্বপ্ন। সেই নির্বাচনের স্বপ্ন আর সফল হবে না। দুর্নীতি, লুটপাট আর দুঃশাসন কায়েম করে জনজীবন দুর্বিসহ করে শোচনীয় পরিণতির ভয়ে সরকার চোখে সর্ষে ফুল দেখছে। সরকারের কারণেই দেশ আজ সর্বগ্রাসী সংকটে।
ভূবনকূড়া ইউনিয়নের লক্ষীকূড়া কওমি মাদ্রাসা ও এতিমখানা মাঠে অনুষ্ঠিত রবিশস্যের বীজ বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন কৃষকদলের সভাপতি নাসির উদ্দিন এবং ৭,৮,৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি নেতা জালাল উদ্দীন সভাপতিত্ব করেন।
উভয় অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, বিএনপি নেতা আবদুস সাত্তার, আল আমিন চমক, রমজান আলী, হাফিজ উদ্দিন বিএসসি, হোসেন আলী, নবী হোসেন প্রমুখ।
উবায়দুল হক/আরএআর