মা ইলিশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে
এবার মা ইলিশ রক্ষার অভিযানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ-পুলিশের প্রধান, অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তরে নৌপুলিশের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এবারের অভিযানে ১২৭কোটি কারেন্ট জাল, সাড়ে ৪২ হাজার কেজি ইলিশ মাছ, ৪০০ মামলা ও সাড়ে ৪ হাজার অসাধু জেলেকে আটক করা হয়েছে। প্রত্যাশা করি এবছর ইলিশের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে।
মতলব উত্তরের ষাটনল থেকে আমিরাবাদ হয়ে লাল বয়া পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নৌপুলিশের ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার (অপারেশন) ড. আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া, পুলিশ সুপার (চাঁদপুর অঞ্চল) মো. কামরুজ্জামান, পুলিশ সুপার ঢাকা অঞ্চল গৌতম বিশ্বাসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অভিযানে উপস্থিত ছিলেন।
আনোয়ারুল হক/এমএ